নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা, ঝাঁকে ঝাঁকে মিলছে ইলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ১১:৪৭ এএম, ২৯ অক্টোবর ২০২২
প্রথম দিনেই ইলিশ পেয়ে খুশি জেলেরা

সাগর ও নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। এখন ইলিশ শিকারে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। শুক্রবার (২৮ অক্টোবর) দিনগত রাত ১২টার পর থেকে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকারে নেমেছেন ভোলার জেলেরা। মৎস্যঘাটেও উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আসছে প্রচুর ইলিশ।

জেলেরা জানান, নদীতে জাল ফেললেই মিলছে ইলিশ। প্রতিবারে জালে ১০-১৫ টি ইলিশ উঠে আসছে। তাই খুশি তারা। নিষেধাজ্ঞার সময় করা ধার-দেনা শোধ করে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন জেলেরা।

ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি গ্রামের মিজান মাঝি, ইউসুফ মাঝি ও আব্দুল বর মাঝি জানান, ২২ দিন পর নদীতে ইলিশ শিকারে নেমেছেন তারা। নদীতে জাল ফেলে ভালো ইলিশ পাচ্ছেন। এতে তারা খুশি। তবে এভাবে ইলিশ যদি আরও কিছুদিন পাওয়া যায় তাহলে তাদের বিগত দিনের লোকসান পুষিয়ে যাবে। ভবিষ্যতের জন্য কিছু টাকা জমাও করতে পারবেন তারা।

bh-3

এদিকে মৎস্যঘাটে গিয়ে জানা যায়, প্রচুর ইলিশ পাওয়া গেলেও দাম কিছুটা চড়া। এক কেজির নিচের সাইজের ইলিশের কেজি ১০০০ টাকা, এক কেজির বেশি ১৩০০ টাকা, দেড় কেজির বেশি সাইজের ১৫০০-১৮০০ টাকা।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্ল্যাহ জাগো নিউজকে বলেন, নদীতে এখন প্রচুর ইলিশ আছে। জেলেরা ঝাঁকে ঝাঁকে ইলিশ পাচ্ছে।

ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রি ও বিনিময়ের ওপর নিষেধাজ্ঞা দেয় সরকার।

জুয়েল সাহা বিকাশ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।