বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে, যান চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ২৮ অক্টোবর ২০২২

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাওলা পাগলা বাজার এলাকায় বেইলি ব্রিজ ভেঙে বালুবোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাকচালক আহত হয়েছেন। ওই সড়ক দিয়ে সবধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) সকালে খুলনা-মাওয়া পুরাতন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি মোল্লাহাট উপজেলার মাদরাসা ঘাট থেকে নাশুখালীর দিকে যাচ্ছিল। ব্রিজের ওপর উঠে রেলিংয়ে ধাক্কা দেয়। পরে রেলিংসহ ট্রাকটি খালের মধ্যে পড়ে যায়।

ট্রাকটিতে ধারণক্ষমতার অতিরিক্ত বালু ছিল বলে দাবি স্থানীয়দের।

বাগেরহাট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ফরিদ উদ্দিন বলেন, খাল থেকে ট্রাকটি তোলার জন্য ক্রেন আনার প্রক্রিয়া চলছে। রাতের মধ্যেই ক্রেন চলে আসবে। ট্রাকটি তোলার পর ক্ষতিগ্রস্ত ব্রিজটির সংস্কার কাজ শুরু করা হবে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।