নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় ইলিশ শিকার, ২৬২ জেলের দণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:০৮ পিএম, ২৮ অক্টোবর ২০২২

নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মা ইলিশ শিকারে ২১ দিনে বিভিন্ন মেয়াদে ২৬২ জেলেকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলেদের কাছ থেকে উদ্ধার করা প্রায় ১৭ লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

সিরাজগঞ্জ মৎস্য অফিস সূত্র জানায়, ইলিশ সংরক্ষণে টানা ২২ দিন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা চলাকালে জেলার সদর, চৌহালী, বেলকুচি, কাজিপুর ও শাহজাদপুর উপজেলায় ৩৮৮টি অভিযান ও ৪৯টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ২৯১ মামলায় ২৬২ জনকে জেল ও ৭০ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে ৩৮৭ কেজি ইলিশ জব্দ করে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

shiraj-2

চৌহালী উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম জানান, চলতি মাসের ৭-২৮ তারিখ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করার পর উপজেলা প্রশাসন কঠোর নজরদারি করে নিয়মিত অভিযান পরিচালনা করে।

এ প্রসঙ্গে জেলা মৎস্য কর্মকর্তা শাহীনূর রহমান জাগো নিউজকে বলেন, ২৮ অক্টোবর মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষা অভিযান শেষ হচ্ছে। এরপর আবার জেলেরা যমুনায় মাছ শিকারে নামতে পারবেন।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।