সিত্রাংয়ের পর মোংলায় তীব্র কুয়াশা, জেঁকে বসছে শীত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ১০:৪৫ এএম, ২৭ অক্টোবর ২০২২

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বয়ে যাওয়া ঝড়-বৃষ্টির পর থেকেই হঠাৎ যেন শীত জেঁকে বসেছে বাগেরহাটের মোংলায়। রাতে ও ভোরে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে, সেই সঙ্গে রয়েছে বাতাসও। তাই শীতের আমেজ পড়েছে মোংলাসহ উপকূলজুড়ে।

রাত ও ভোরে কুয়াশায় বন্দরের পশুর ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক মোংলা-ঘাষিয়াখালী চ্যানেলে নৌযান চলাচলে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। সেইসঙ্গে হঠাৎ পড়া শীতের ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহীন হোসেন বলেন, হঠাৎ করে কুয়াশা ও শীতে শিশু এবং বয়স্করা রোগাক্রান্ত হয়ে পড়ছেন। হাসপাতালে এ ধরনের রোগীর সংখ্যা বাড়ছে।

এ বিষয়ে মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী বলেন, সাধারণত নভেম্বরে শীত পড়তে শুরু করলেও এবার সিত্রাং আগাম শীতের বার্তা নিয়ে এসেছে। ঝড়ের আগে ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলেও ঝড়ের সময় ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। আর এখন বর্তমানে ৩১ ও ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। তাই আগেভাগে শীত পড়তে শুরু করেছে।

আবু হোসাইন সুমন/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।