কুমিল্লায় পরিত্যক্ত ঘরে মিললো যুবকের ঝুলন্ত মরদেহ
কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে দাউদকান্দি পৌরসভার মাইজপাড়া বালুর মাঠের পশ্চিম পাশের পরিত্যক্ত টিনের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঁইয়া জাগো নিউজকে বলেন, দীর্ঘদিন ধরে পড়ে থাকা পরিত্যক্ত একটি ঘরের মধ্যে ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরটি থেকে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে অন্তত চার-পাঁচ দিন আগে ওই যুবক মারা যেতে পারেন।
ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে বর্তমানে থানায় রাখা হয়েছে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্ত রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
জাহিদ পাটোয়ারী/এসজে/এএসএম