ঘূর্ণিঝড় সিত্রাং
সুন্দরবনের মিঠাপানির পুকুরে ঢুকে পড়েছে লবণ পানি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ২৫ অক্টোবর ২০২২
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সুন্দরবনে প্রাণী ও গাছপালার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে বনের একমাত্র মিঠা পানির উৎস সাতটি পুকুরের পাড় ভেঙে লবণ পানি প্রবেশ করেছে। এছাড়া এক কিলোমিটার সড়কের কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা মো. বেলায়েত হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিত্রাংয়ের প্রভাবে জলোচ্ছ্বাসে সুন্দরবনের দুবলার চর, কটকা, শ্যালার চর, কোকিলমুনি স্টেশনের সাতটি পুকুরের পাড় ভেঙে লবণ পানি ঢুকেছে। এতে মিঠা পানির উৎস নষ্ট হয়েছে। এছাড়া কটকা ও কোকিলমুনির এক কিলোমিটার রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে।
এসজে/এএসএম
টাইমলাইন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।