ট্রাক থেকে পড়ে প্রাণ গেলো শ্রমিকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ২৫ অক্টোবর ২০২২
ফাইল ছবি

পঞ্চগড়ের আটোয়ারীতে ট্রাক থেকে পড়ে বাবুল হক (৪৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার কলেজমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বাবুল হক মির্জাপুর ইউনিয়নের কালিকাপুর একালার নইমুদ্দিনের ছেলে ৷

স্থানীয়রা জানান, বাবুল ট্রাক থেকে সিমেন্ট নামানোর জন্য ওপরে ওঠেন। সিমেন্টের বস্তা মোড়ানো ত্রিপল খোলার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। এ সময় পাশের একটি সীমানা প্রাচীরে মাথায় আঘাত লাগে। সহকর্মীরা তাকে দ্রুত আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে বাবুল মারা যান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সফিকুল আলম/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।