দোকানে রাখা ছিল ১৩৮৬ লিটার টিসিবির তেল, জরিমানা অর্ধলাখ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ২২ অক্টোবর ২০২২

কিশোরগঞ্জের করিমগঞ্জে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা এক হাজার ৩৮৬ লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার নিয়ামতপুর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।

তিনি জানান, চিনির বাজারমূল্য মনিটরিং করতে অভিযানে নামে অধিদপ্তর। এ সময় চিনির মূল্যতালিকা না থাকায় মামণি স্টোর, আউয়াল স্টোর ও কাজল স্টোরকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

একই সময় নিয়ামতপুর বাজারের আব্দুল্লাহ ট্রেডার্স নামের একটি দোকান থেকে খোলা বাজারে বিক্রির জন্য টিসিবির ১৩৮৬ লিটার ফোরটিফাইড সয়াবিন তেল জব্দ করা হয়। এ সময় ওই প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দ তেল স্থানীয় মিসিরুন নেছা মাদরাসা ও এতিমখানা এবং নাজমা রায়হান বাইতুল কোরআন কওমি হাফিজিয়া মাদরাসায় হস্তান্তর করা হয়।

অভিযানের সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আশরাফুল আলম উপস্থিত ছিলেন।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।