বিএনপির সমাবেশ খুলনায়, বাস বন্ধ মোংলায়

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৮:৫৬ এএম, ২২ অক্টোবর ২০২২

খুলনায় বিএনপির সমাবেশ ঘিরে মোংলায় চলছে বাস ধর্মঘট। এতে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। শনিবার (২২ অক্টোবর) সকাল থেকে স্থায়ী বন্দর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যায়নি কোনো বাস। বন্ধ রয়েছে ঢাকা-চট্টগ্রামের দূরপাল্লার বাসও। ফলে নিজ নিজ ব্যবস্থায় কিংবা ভেঙে সমাবেশে যাচ্ছেন নেতা-কর্মীরা।

এদিকে বাস বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। তারা বলছেন, রোগী নিয়ে যে কোনো উপায়ে যেতে হবে খুলনায়। আর কর্মজীবীদেরও একই কথা। আবার কেউ কেউ হেঁটে, কেউ আবার বিকল্প ব্যবস্থায় অতিরিক্ত ভাড়ায় যাচ্ছেন গন্তব্যে।

পরিবহন মালিক প্রতিনিধি ইসরাফিল হাওলাদার ও শ্রমিকরা বলছেন, মালিক সমিতির নির্দেশে বাস বন্ধ রাখা হয়েছে। বিএনপির সমাবেশের নামে যদি নাশকতা ও ভাঙচুর হয়, সে ভয়ে বন্ধ রাখা হয়েছে।

তবে বাস মালিক সমিতি যে অজুহাতে গাড়ি বন্ধ রেখেছে সে সব যান অর্থাৎ নসিমন, করিমন, টমটম, ইজিবাইক ও মাহেন্দ মহাসড়কে অবাধে স্বাভাবিক চলাচল করছে। তারা বলছেন,তাদের চলাচলে তো কোনো নিষেধাজ্ঞা নেই, তাই চালাচ্ছেন তারা।

আবু হোসাইন সুমন/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।