চায়ের রাজ্যে কুয়াশার চাদর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৯:৪৯ এএম, ১৯ অক্টোবর ২০২২

শীতের আগমনী বার্তা দিয়ে কুয়াশার দেখা মিললো চায়ের রাজ্য মৌলভীবাজারে। বুধবার (১৯ অক্টোবর) সকালে দক্ষিণের এ জেলায় আকাশ রয়েছে মেঘলা।

গত কয়েকদিন ধরে মৌলভীবাজারের সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। এখানে নভেম্বরের মাঝামাঝিতে শীত নামতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক আনিসুর রহমান জাগো নিউজকে বলেন, চায়ের রাজ্য মৌলভীবাজারে বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী ১৫ নভেম্বরের পর থেকে শীত নামবে।

তিনি আরও বলেন, অন্যান্য বছর অক্টোবরের মাঝামাঝিতে শীতের আগমন ঘটলেও এ বছর বৃষ্টি রয়েছে। মাস শেষে গড় বৃষ্টিপাতের রেকর্ড করা হবে।

আব্দুল আজিজ/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।