অস্ত্র মামলায় জামায়াত নেতার ১৭ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ১৮ অক্টোবর ২০২২

ঝিনাইদহের কোটচাঁদপুরে অস্ত্র আইনে করা এক মামলায় উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসেনকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক নাজিমুদ্দৌলা এ রায় ঘোষণা করেন।

মুয়াবিয়া হোসেন কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

ঝিনাইদহ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ইসমাইল হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালে উপজেলা জামায়াতের সেক্রেটারি ও তৎকালীন উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসেনকে আসামি করে কোটচাঁদপুর থানায় একটি মামলা করা হয়। ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক উপজেলার সলেমানপুরের একটি আমবাগান থেকে মাটি খুঁড়ে একটি পাইপগান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনের দুটি ধারায় মামলা করা হয়। সেই মামলার শুনানি শেষে মঙ্গলবার এ রায় ঘোষণা করেন আদালত।

আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।