ভাসানচরের পথে আরও ৯৫০ রোহিঙ্গা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০২:৪৪ এএম, ১৭ অক্টোবর ২০২২

কক্সবাজারের ক্যাম্প থেকে দেড় মাস পর আবারও নোয়াখালীর ভাসানচরে যাচ্ছেন রোহিঙ্গারা।

রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় পাঁচটি বাসে করে ৫০০ রোহিঙ্গা উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে ভাসানচরের উদ্দেশ্যে চট্টগ্রামে রওনা দেন। পরে রাতে রওনা দেন আরও ৪৫০ জন। সব মিলিয়ে এ ধাপে মোট ৯৫০ জন রোহিঙ্গা ভাসানচর যাচ্ছেন। 

সোমবার (১৭ অক্টোবর) সকালে চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজে করে ভাসানচরে এই রোহিঙ্গারা পৌঁছাবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দৌজা নয়ন।

এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ জানান, ভাসানচরে উন্নত জীবন হওয়ায় রোহিঙ্গারা সেখানে যেতে আগ্রহী।

jagonews24

গত বছরের ডিসেম্বর থেকে ১৭ দফায় এ পর্যন্ত প্রায় ৩০ হাজারের বেশি রোহিঙ্গাকে ভাসানচরে পাঠিয়েছে সরকার। এর আগে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করায় ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে ভাসানচরে নেওয়া হয়।

২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা ও নিপীড়নের মুখে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। আগে-পরে আসা প্রায় ১১ লাখ রোহিঙ্গা অবস্থান করছেন বাংলাদেশে।

সায়ীদ আলমগীর/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।