হাতির পিঠে চড়ে বিয়ে করতে এলেন বর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৭:৩০ পিএম, ১৪ অক্টোবর ২০২২

নানার ইচ্ছাপূরণে নওগাঁর ধামইরহাটে হাতির পিঠে চড়ে বিয়ে করতে কনের বাড়ি গেলেন রাসেল মাহমুদ। শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে বাড়ি থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে উমার ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামে বিয়ে করতে যান তিনি। এমন ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে বিয়েবাড়িতে ভিড় জমান আশপাশের কয়েক গ্রামের উৎসুক জনতা।

রাসেল মাহমুদ স্থানীয় ‘মানবসেবা’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও আলমপুর ইউনিয়নের শিববাটি গ্রামের সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেনের ছেলে। বর্তমানে ধামইরহাট উপজেলা সদরে বসবাস করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেলঘড়িয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে সাদিয়ার সঙ্গে বিয়ে ঠিক রাসেলের। সাদিয়া জয়পুরহাট সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করছেন। শুক্রবার দুপুরে উপজেলার সদর এলাকা থেকে ৩০ জন সহযাত্রী নিয়ে বিয়ে করতে যান রাসেল। তিনি নিজে হাতির পিঠে চড়ে কনের বাড়ি গেলেও বাকিরা মাইক্রোবাসে করে যান।

বর রাসেল মাহমুদ বলেন, নানা একসময় হাতির পিঠে চড়ে বিয়ে করেছিলেন। তিনি চেয়েছিলেন তার নাতিও যেন হাতির পিঠে চড়ে বিয়ে করে। নানার সেই ইচ্ছাপূরণে এই আয়োজন।

কনের বাড়িতে হাতির পিঠে চড়ে গেলেও বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নতুন বউকে নিয়ে মাইক্রোবাস যোগে বাড়ি ফিরে যান রাসেল মাহমুদ।

আব্বাস আলী/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।