শ্রীমঙ্গলে বজ্রপাতে দুইজনের মৃত্যু
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ও কালীঘাট ইউনিয়নে বজ্রপাতে চা শ্রমিক ও কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) দুপুরে ইউনিয়নের ফুলছড়া চা বাগানে ও হাইল হাওরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে— কালীঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগানের মেগা রায়ের ছেলে বাগানের নিয়মিত চা শ্রমিক নৃপেন রায় (৪৫)। তিনি চা বাগানে কাজ করছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ বজ্রপাত হলে নৃপেন রায়ের মৃত্যু হয়।
অপরদিকে, কালাপুর ইউনিয়নের বরুনা হামিদনগর গ্রামের ছিমাই মিয়ার ছেলে উম্মত আলী (৪৫) হাইল হাওরে কৃষিকাজ করছিলেন। দুপুর ২টার দিকে বজ্রপাত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা ভাইস চেয়ারম্যান লিটন আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম বজ্রপাতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের আর্থিক সহায়তা দেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, আমরা নিহতদের বাড়িতে গিয়ে তাদের স্বজনদের কাছে মরদেহ সৎকারের জন্য ১০ হাজার টাকা করে দিয়েছি। পরে তাদের আরও সহযোগিতা করা হবে।
আব্দুল আজিজ/এমএএইচ/জিকেএস