বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালানের মালামাল এলো মোংলা বন্দরে

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৪:২৯ পিএম, ১০ অক্টোবর ২০২২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতুর পঞ্চম চালানের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ এম ভি থর ফ্রেন্ড। সোমবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে এ জাহাজটি। বিকেল থেকে পণ্য খালাস শুরু হবে বলে জানিয়েছেন ওই জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট।

এম ভি থর ফ্রেন্ডের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিমশিপ শিপিংয়ের খুলনার প্রতিনিধি মো. মাহাবুব আলম হিরো বলেন, গত ২০ সেপ্টেম্বর জাহাজটি সিঙ্গাপুরের হাইফং বন্দর থেকে মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে। এরপর সোমবার মোংলা বন্দরে পৌঁছায়। এতে বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালানের মেশিনারি পণ্য এসেছে। ১৬৮টি প্যাকেজের ১৫৩৭ দশমিক ৭০০ মেট্রিক টন ওজনের মালামাল এসেছে জাহাজটিতে।

তিনি আরও বলেন, সোমবার বিকেল থেকে এ পণ্য খালাসের কাজ শুরু করবে স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রেডার্স। পরে এ মালামাল নদীপথে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু রেল সেতুস্থলে নেওয়া হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব (বোর্ড ও জনসংযোগ বিভাগ) কালাচাঁদ সিংহ বলেন, মঙ্গলবারও এই একই রেল সেতুর পণ্য নিয়ে পানামা পতাকাবাহী ‘হোসাই ক্রাউন’ নামে আরও একটি জাহাজে ৮৫ প্যাকেজের ৯১৭ মেট্রিক টন মেশিনারি পণ্য আসবে। এর আগে চারটি জাহাজে আসা রেল সেতুর পণ্য মোংলা বন্দর দিয়েই খালাস হয়েছে বলেও জানান তিনি।

আবু হোসাইন সুমন/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।