কুড়িগ্রামে মাদরাসা সুপারকে গণপিটুনি, নিয়োগ পরীক্ষা স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ০৮ অক্টোবর ২০২২
মাদরাসা সুপার পালানোর সময় ধরে ফেলেন এলাকাবাসী

কুড়িগ্রামের রাজারহাটে গোপনে নিয়োগ পরীক্ষা নিতে গিয়ে এলাকাবাসীর হাতে গণপিটুনির শিকার হয়েছেন গোলাম রব্বানী নামের এক মাদরাসা সুপার।

শনিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার ঘড়িয়াল ডাঙা ইউনিয়নের ফতেখাঁ কারামতিয়ার মাদরাসায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, দুপুরে সহকারী সুপার, পরিচ্ছন্ন কর্মী, নিরাপত্তা কর্মী ও আয়া পদে লিখিত পরীক্ষার আয়োজন করে মাদরাসা কর্তৃপক্ষ। পরীক্ষা শুরু হওয়ার আগেই নিয়োগ দিতে চেয়ে একাধিক প্রার্থীর কাছে টাকা নেয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে চাকরি প্রত্যাশীদের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ডিজির প্রতিনিধি নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ মাদরাসা ত্যাগ করে। এরপর চাকরি প্রত্যাশী ও শিক্ষক কমিটির লোকজনের মধ্যে হাতাহাতি শুরু হয়।

এ সময় মাদরাসার সুপার গোলাম রব্বানী দৌড়ে পালানোর চেষ্টা করেন। এলাকাবাসী তাকে গণপিটুনি দিয়ে মাদরাসায় অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

এ বিষয়ে ফতেখাঁ কারামতিয়া মাদরাসার সুপার গোলাম রব্বানী বলেন, ‘আমি নিয়োগ বিষয়ে কোনো প্রার্থীর কাছে টাকা নেইনি। টাকা নিয়েছে সহ সুপার মাহফুজার ও খোরশেদ আলম সবকিছু করছে। আমি যাতে নিয়োগে কোনো কিছু বলতে না পারি এ জন্য আমার কাছে ব্ল্যাংক চেকে সই করে নিয়েছে।

রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ জামান জাগো নিউজকে বলেন, পরিবেশ উত্তপ্ত থাকার কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ডিজির প্রতিনিধি ড. আবুল কালাম আজাদ বলেন, সভাপতির অনুপস্থিতির কারণে নিয়োগ পরীক্ষা শেষ করা সম্ভব হয়নি।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু সরকার বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাইনি। তবে লোকমুখে শুনেছি ওই মাদরাসার জনবল নিয়োগ সংক্রান্ত ঘটনার জেরে মাদ্রাসা সুপারকে লোকজন মেরেছে।লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।