হরিণাকুন্ডুতে নদীতে ডুবে দুই বোনের মৃত্যু
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে নদীতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নিত্যনন্দনপুর গ্রামের কুমার নদে এ ঘটনা ঘটে। ডুবে মারা যাওয়া শিশু হলো-আরিফা খাতুন (৪) ইয়াসমিন আক্তার (৫)। সম্পর্কে তারা মামাতো-ফুপাতো বোন।
পুলিশ ও স্বজনরা জানায়, দুপুরে ওই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে আরিফা ও তার বোনের মেয়ে ইয়াসমিন খেলতে খেলতে নদীর পাড়ে যায়। এসময় অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাদের না পেয়ে খোঁজা শুরু করে। একপর্যায়ে পানিতে তাদের মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে স্বজনরা।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুল্লাহ আল মাসুদ/এমআইএইচএস/জেআইএম