বরিশালে ইলিশ নিয়ে ধরা বিমানের দুই যাত্রী
বরিশাল বিমানবন্দরে ইলিশ নিয়ে ধরা পড়া দুই যাত্রীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানা করেন। পরে তাদের কাছ থেকে উদ্ধার চার কেজি ইলিশ দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
বরিশাল বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিক জানান, সকালে মো. আলমগীর হোসেন ও মানস নামে দুই যাত্রী বিমানে করে ঢাকায় ইলিশ নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিমানে ওঠার আগে তাদের সঙ্গে থাকা ককশিটের দুটি বাক্স তল্লাশির জন্য স্ক্যানারে রাখা হয়। এসময় স্ক্যানারে ইলিশ মাছের অস্তিত্ব ধরা পড়ে।
তিনি বলেন, আকাশপথে ঢাকা যাওয়ার জন্য ঢাকাগামী বিমান বাংলাদেশের ফ্লাইটে তাদের টিকিট কাটা ছিল। পরে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা ওই দুই যাত্রীর বোর্ডিং বাতিল করেন এবং তাদের বিমানবন্দর থানায় সোপর্দ করেন।
এসআই মো. শফিক জানান, সকাল ১০টার দিকে ওই দুই যাত্রীকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত ফাতিমা ওই দুই যাত্রীকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নুসরাত ফাতিমা জানান, মা ইলিশ ধরা বন্ধে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এ সময় ইলিশ ধরা, বিক্রি, মজুত, বাজারজাতকরণ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা অমান্য করে ওই দুই যাত্রী ইলিশ বহন করছিলেন। জিজ্ঞাসাবাদে ওই দুজন তাদের দোষ স্বীকার করেন। অবৈধভাবে মা ইলিশ বহনের অপরাধে মৎস্য সম্পদ রক্ষা আইনে দুটি পৃথক মামলায় পাঁচ হাজার করে জরিমানা করা হয়। জব্দকৃত প্রায় চার কেজি ইলিশ দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, এছাড়া দিনব্যাপী অভিযানে তিন হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়। পরে ওই জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে।
সাইফ আমীন/আরএইচ/এএসএম