বাগেরহাটে বাস-জিপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ০৭ অক্টোবর ২০২২

বাগেরহাটের মোল্লাহাটে যাত্রীবাহী বাস ও জিপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে শুভ এলাহী (২৪) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

তাদের উদ্ধার করে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্থানীয়রা। পরে অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার কাহালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শী নান্টু মিয়া বলেন, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি জিপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়িরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় এতে জিপ গাড়ির চালকসহ ছয়জন আহত হন। তাদের হাসপাতালে নেওয়ার পথে চালক শুভ এলাহী মারা যান। জিপটির সামনে সরকারি লোগো ছিল বলেও জানান তিনি।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনর্চাজ পরিদর্শক মো. আবুল হাসান জানান, ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়েছেন। গাড়ি দুটি রাস্তার পাশে রয়েছে।

তিনি আরও বলেন, নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আমরা পরিচয় জানার চেষ্টা করছি।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।