দিনাজপুরে প্রতিমা বিসর্জনের সময় নদীতে ডুবে তরুণের মৃত্যু
দিনাজপুরের বীরগঞ্জে ঢেপা নদীতে প্রতিমা বিসর্জনের সময় পানিতে ডুবে এক তরুণের (১৮) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে ঢেপা নদীর স্লুইসগেট এলাকায় প্রতিমা বিসর্জনের সময় পানিতে তলিয়ে যান তিনি। পরে বীরগঞ্জ ফায়ার সার্ভিস অভিযান চালিয়ে সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে।
পানিতে ডুবে মৃত যুবকের নাম ধনঞ্জয় রায় (১৮)। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হরিবাসর পাড়ার মধু চন্দ্র রায়ের ছেলে।
বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাখাওয়াত হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দিনাজপুরে ১২৬৪টি প্রতিমার মধ্যে ১৫টি প্রতিমা বিসর্জন দেওয়া হবে লক্ষ্মীপূজার পরের দিন। এছাড়া কিছু পূজা বুধবার (৫ অক্টোবর) বিসর্জন না দিয়ে বৃহস্পতিবার দেওয়া হয়েছে। বীরগঞ্জ উপজেলার সুজালপুর আদিবাসী পাড়ার মণ্ডপের প্রতিমা আজ দুপুরের পর বিসর্জন দেওয়া হয়।
এমদাদুল হক মিলন/এসআর/জেআইএম