শরীয়তপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার ওপর হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৮:৫৩ এএম, ০৪ অক্টোবর ২০২২

শরীয়তপুরের ডামুড্যায় গিয়ে দুর্বৃত্ত হামলার শিকার হয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আব্দুল আউয়াল শামীম। এসময় তার পাঁচ কর্মী আহত হন। চেয়ারসহ ভাঙচুর করা হয় তিনটি গাড়ি।

সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে এ হামলার ঘটনা ঘটে।

কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আব্দুল আউয়াল শামীম বলেন, রোববার ভেদরগঞ্জ উপজেলার ১৫টি পূজামণ্ডপ পরিদর্শন ও অর্থ প্রদান করি। সোমবার গোসাইরহাট উপজেলার সাতটি পূজামণ্ডপ পরিদর্শন ও অর্থ প্রদান শেষে সন্ধ্যায় ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝির কক্ষে এসে খাবার খাচ্ছিলাম। হঠাৎ আমাদের ওপর হামলা চালায় একদল সন্ত্রাসী। এতে ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কামাল উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যানের ভাই মনির মাঝিসহ পাঁচজন আহত হয়। পরে পুলিশ আমাদের উদ্ধার করে। এছাড়া আমার দুইটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার ভাঙচুর করে তারা।

শরীয়তপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার ওপর হামলা

তিনি আরও বলেন, যারা হামলা করেছে তাদের আমি চিনি না। হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কামাল উদ্দিন বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আব্দুল আউয়াল শামীমসহ আমরা অন্তত ৪০ জন উপজেলা পরিষদের চেয়ারম্যান কক্ষে বসেছিলাম। আর শামীম ভাই খাচ্ছিলেন। হঠাৎ ৪০/৫০ জন লোক লাঠিসোটা নিয়ে এসে আমাদের ওপর হামলা চালায়। চেয়ারগুলো ভাঙচুর করে। বিষয়টি অত্যন্ত নিন্দনীয়।

ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি বলেন, শামীম ভাই আমার পরিষদে দুপুরে খাওয়ার কথা ছিল। কিন্তু দুপুরে আসতে না পেরে সন্ধ্যায় আসেন। পরে আমাদের রান্না করা খাবার খাওয়াচ্ছিলাম। হঠাৎ এই হামলা; চেয়ার ও গাড়ি ভাঙচুর করা হয়।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এখনো কেউ অভিযোগ করেনি।

মো. ছগির হোসেন/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।