নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:০৮ এএম, ০৩ অক্টোবর ২০২২

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে এক শিশু মারা গেছে। রোববার (২ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার চন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত ওই শিশুর নাম তাছফিয়া খাতুন (৮)।

পুকুরে ডুবে মারা যাওয়া তাছফিয়া সাতক্ষীরা সদর উপজেলার মকন্দপুর গ্রামের নাজমুল সরদারের মেয়ে।

নিহত শিশুর নানা আব্দুল মান্নান বলেন, আমার স্ত্রী অসুস্থ থাকার কারণে গত তিন দিন হলো মেয়ে ও নাতনি আমাদের বাড়িতে এসেছে। রোববার দুপুরে বাড়ির পাশের পুকুরে নাতনিকে গোসল করিয়ে সিঁড়ির পাশে বসিয়ে রেখে অন্য সবাই গোসল করতে নামে। পরে নাতনিকে সিঁড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়। তাছফিয়াকে তার বাবার বাড়ির মকন্দপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল্লাহ জানান, অসাবধানতার কারণে পুকুরের পানিতে ডুবে তাছফিয়ার মতো শিশুকে অকালে চলে যেতে হলো। এর থেকে সবাইকে শিক্ষা নেওয়া উচিত, আর যেন এমন ঘটনা না ঘটে সে জন্য শিশুদের বিষয়ে সবার সচেতন হওয়া উচিত।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মৃধা বলেন, আমি বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ দেননি।

আহসানুর রহমান রাজীব/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।