পঞ্চগড়ে নৌকাডুবি: উদ্ধার অভিযান চলছে, এখনও নিখোঁজ ৩
পঞ্চগড়ের বোদায় নৌকাডুবি অষ্টম দিনেও উদ্ধার অভিযান চলছে। রোববার (২ অক্টোবর) সকাল থেকে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট ও ১২ জনের একটি ডুবুরিদল করতোয়ার আউলিয়ার ঘাট থেকে ১০০ কিলোমিটার এলাকায় অভিযানে রয়েছেন।
এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। গত চারদিনে কোনো মরদেহ উদ্ধার করা যায়নি। এক শিশুসহ এখন পর্যন্ত তিনজন নিখোঁজ রয়েছেন।
পঞ্চগড় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম জানান, নিখোঁজের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। একজন নিখোঁজ থাকা পর্যন্ত এ অভিযান চলবে।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর (রোববার) দুপুর আড়াইটার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে।
সফিকুল আলম/আরএইচ/জেআইএম