জাহাজ দেখে নৌকা থেকে নদীতে ঝাঁপ, নিখোঁজ ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ০১ অক্টোবর ২০২২

পাবনার বেড়া উপজেলার নৌকা থেকে লাফ দিয়ে যমুনা নদীতে দুই তরুণ নিখোঁজ হয়েছেন। শনিবার (১ অক্টোবর) দুপুরে যমুনার নগরবাড়ি ঘাটে এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুই তরুণ হলেন- সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ভৈরবপুর গ্রামের মৃত আক্কাছ সর্দারের ছেলে পান্না সর্দার (২৮) এবং সুজানগর উপজেলার কোলচুড়ি গ্রামের আমিরুল সেখের ছেলে আশিক ওরফে পিয়াস সেখ (২০)। তারা সম্পর্কে খালাতো ভাই।

স্থানীয়রা জানান, যমুনা নদীর নগরবাড়ি ঘাট সংলগ্ন রঘুনাথপুর গ্রামে নজরুল ইসলাম সেখের বাড়িতে পান্না সর্দার এবং আশিক সেখ বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার নজরুল ইসলাম সেখের মেয়ের বিয়ে হয়। শনিবার ছেলেপক্ষের বাড়ির অনুষ্ঠানে তাদের যাওয়ার কথা ছিল। এর আগে তারা শখের বশে একটি নৌকা নিয়ে যমুনায় ঘুরতে যান। এসময় সঙ্গে তাদের খালাতো ভাই কাওছার আলী সেখ ছিলেন।

জাহাজ দেখে নৌকা থেকে নদীতে ঝাঁপ, নিখোঁজ ২

নৌকা নিয়ে ঘোরা শেষে তীরে ফেরার পথে মালবোঝাই একটি জাহাজ নগরবাড়ি ঘাটের দিকে আসছিল। দ্রুতগামী জাহাজটি নৌকার কাছে চলে আসায় তারা তিনজন ভয়ে নদীতে লাফ দেন। স্রোতে তলিয়ে যাওয়ার সময় কাওছার আলীকে জাহাজের লোকজন উদ্ধার করেন। অন্য দুজনের মুহূর্তেই তলিয়ে যান। এতে জাহাজের লোকজন তাদের উদ্ধার করতে পারেননি। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা নৌকা নিয়ে দিনভর খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি।

খবর পেয়ে নগরবাড়ি নৌপুলিশ ফাঁড়ির একটি টিম ও বেড়া থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তারাও স্থানীয়দের সঙ্গে সন্ধান চালান। কিন্তু তাদের খোঁজ পাওয়া যায়নি।

জাহাজ দেখে নৌকা থেকে নদীতে ঝাঁপ, নিখোঁজ ২

পুরানভারেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান এ এম রফিকুল্লাহ জানান, তিনি খবর পেয় ঘটনাস্থলে গিয়েছিলেন। নিখোঁজ দুজনের মধ্যে পান্না সর্দার সাঁতার জানতেন। তিনি তার ছোট ভাই আশিককে উদ্ধার করতে গিয়ে তলিয়ে যান। ঘটনাস্থলের গভীরতা প্রায় ৫০ ফুট। এছাড়া নদীতে বেশ স্রোত রয়েছে। তাই তাদের বেঁচে থাকার সম্ভাবনা নেই। স্রোতের কারণে তাদের মরদেহ দূরে চলে যেতে পারে বলেও জানান চেয়ারম্যান।

নগরবাড়ি নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পাবনায় ডুবুরি না থাকায় তারা রাজশাহীতে ডুবুরি দলকে খবর পাঠানো হয়। সেখান থেকে ডুবুরি দল বিকেলে ৫টায় নগরবাড়ি ঘাটে পৌঁছায়। শনিবার বিকেল সাড়ে ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডুবুরিরা অনুসন্ধান কাজ শুরু করেছেন।

আমিন ইসলাম জুয়েল/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।