বেনাপোলে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২২
ফাইল ছবি

যশোরে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে আলী হোসেন (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বেনাপোলের কাগজপুকুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার বালিয়াডাংগা গ্রামের রমজান চৌকিদারের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে আলী হোসেন ট্রেন লাইনের ওপর শুয়ে পড়েন। এক পর্যায়ে তার শরীরে ওপর দিয়ে ট্রেনটি চলে যায়। এ সময় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেনাপোল রেলওয়ের স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, রেল পুলিশের একটি টিম ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।