কুমিল্লায় প্রাইভেটকার উল্টে পথচারী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১২:০১ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার উল্টে মোহাম্মদ হাকিম (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে মহাসড়কের ছঘুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত হাকিম কিশোরগঞ্জের তাড়াইল থানার বাসিন্দা। তিনি পপুলার রাইস মিলের শ্রমিক বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে নজরুল ইসলাম জানান, সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারের ছঘুরা এলাকায় একটি ট্রাক একটি প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ওই প্রাইভেটকার সড়কের পাশের একটি গাছে ধাক্কা খেয়ে পথচারী হাকিমকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

পরে স্থানীয় বাসিন্দারা গাড়ির ভেতরে থাকা চালক, তার স্ত্রী ও মেয়েকে উদ্ধার করেন। তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আইনি প্রক্রিয়া শেষে নিহত মোহাম্মদ হাকিমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম জানান।

জাহিদ পাটোয়ারী/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।