ভাগিনার হয়ে প্রক্সি পরীক্ষা দেওয়ার চেষ্টা, কারাগারে মামা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৭:১৯ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২২

নীলফামারীর ডিমলায় ভাগিনার হয়ে দাখিল পরীক্ষায় দেওয়ার সময় জামেদুল ইসলাম নামের যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দেড় বছরের সাজা দেন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ডিমলা কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে এ আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন।

জামেদুল ইসলাম খালিশা চাপানি বাইশপুকুর এলাকার আব্দুর রহমানের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ছোটখাতা কামিল মাদরাসার শিক্ষার্থী আফতাবুল ইসলামের হয়ে পরীক্ষা দিতে আসেন জামেদুল ইসলাম। সন্দেহ হলে তার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড যাচাই করে দেখা যায় তিনি আসল পরীক্ষার্থী নন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দেড় বছরের সাজা দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন বলেন, প্রক্সি পরীক্ষা দেওয়ার সময় জামেদুল ইসলাম নামের একজনকে দেড় বছরের সাজা দেওয়া হয়েছে।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।