সরকার পরিবর্তনের একমাত্র পথ নির্বাচন: পরিকল্পনামন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২২
টাঙ্গাইলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

কেবল নির্বাচনই গণতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের একমাত্র পথ বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের আহসানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম যতই বলুক সরকার হটাবে। লাভ নাই। গণতান্ত্রিকভাবে সরকার পরিবর্তন করার একমাত্র পথ নির্বাচন। সরকার আমরাও হটিয়েছি। সেটা যখন কোনো ঔপনিবেশিক সরকার হয়, বিদেশি সরকার হয়, তাদের আমরা হটিয়েছি। পাকিস্তানি সরকারকে আমরা সংগ্রাম করে হটিয়েছি, তার দরকার ছিল।

তিনি আরও বলেন, নিজের দেশের আইন দ্বারা প্রতিষ্ঠিত কোনো সরকার বা মানুষের ভোটে নির্বাচিত সরকারকে হটানোর মতো ফৌজদারি অপরাধ কেউ করবে না। আমরা আইন ও সংবিধানে বিশ্বাস করি। আমরা মনে করি, এ দেশের দায়িত্বে জনগণ। তারা যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসাবেন।

আহসানউল্লাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আজহার আলী তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরিফ উর রহমান টগর/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।