কুমিল্লায় ১৬শ পিস ইয়াবাসহ দম্পতি আটক


প্রকাশিত: ১২:৩৭ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

কুমিল্লার দেবিদ্বারে অভিযান চালিয়ে ১৬শ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী এক দম্পতিকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার মরিচাকান্দা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
এসময় মাদক ব্যবসায়ী আমির হোসেন (৩৬) ও তার স্ত্রী নাজমা বেগমকে (২০) ১৬শ পিস ইয়াবাসহ আটক করা হয়।
 
দেবিদ্বার থানা পুলিশের ওসি মো. মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত আমির হোসেন জেলার মুরাদনগর উপজেলার মধ্যনগর গ্রামের জাহেরুল ইসলামের ছেলে। তিনি মরিচাকান্দা গ্রামের আবদুল কাদেরের মাধ্যমে ইয়াবা কেনা-বেচা করতেন।

পুলিশের অভিযানের সময় কাদের কিছু ইয়াবা নিয়ে পালিয়ে গেলেও আটক করা হয় মাদক ব্যবসায়ী ওই দম্পতিকে। তাদের বিরুদ্ধে বিকেলে থানায় মামলা করা হয়েছে।

কামাল উদ্দিন/এফএ/ এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।