চাঁদপুরে ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৮:২৭ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২২
সংগৃহীত ছবি

অডিও শুনুন

নানা অনিয়মের অভিযোগে চাঁদপুরের চার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে অভিযান চালিয়ে এসব ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেন তিনি।

বন্ধ করা ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো, গ্রিনভিউ ডায়াগনস্টিক, তাকওয়া ডায়াগনস্টিক, মিম ডায়াগনস্টিক এবং ফেমাস ডায়াগনস্টিক সেন্টার।

এসময় ডায়াগনস্টিক সেন্টারগুলো সিলগালা করা না হলেও ভবিষ্যতে এগুলো যাতে তাদের কার্যক্রম পরিচালনা না করতে পারে সে বিষয়ে নজরদারির কথা জানান সংশ্লিষ্টরা।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেন বলেন, এক্স-রে রুমের উপযুক্ত পরিবেশ না থাকা, লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র নবায়ন না করা সহ নানা অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানে সত্যতা পাওয়ায় ওই চার ডায়াগনস্টিক সেন্টারে তালা মেরে বন্ধ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

নজরুল ইসলাম আতিক/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।