খালে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২২
দুই শিশুর মৃত্যুর খবরে স্বজনদের ভিড়

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের দলবাড়ি পাড়ায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

দুই শিশু হলো- ওই পাড়ার সবজি বিক্রেতা সাদ্দাম হোসেনের ছেলে সাজিদ হোসেন (৩) ও কৃষক আবুল হোসেনের ছেলে তুহিন ইসলাম (৩)।

স্থানীয়রা জানান, সাজিদ ও তুহিন বাড়ির পেছনে খোলা জায়গায় খেলা করছিল। এক পর্যায়ে তারা খালের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর ওই খালের পানিতে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান। স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।