ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে শিক্ষকের এক বছর জেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:৪১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২

কক্সবাজারের পেকুয়ায় ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক মাদরাসা শিক্ষককে এক বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুর্বিতা চাকমা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এ সাজা দেন।

এরআগে রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টইটং জামিয়াতুল আল আফকার ইসলামিয়া নুরানি মাদরাসা থেকে অভিযুক্ত আমির হোসেনকে (২৮) আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ আলী জানান, আমির হোসেন তার মাদরাসার এক ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আমির হোসেনের বাড়ি টেকনাফ উপজেলায়। ১৫ মাস আগে টইটং জামিয়াতুল আল আফকার নুরানি মাদরাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন।

সায়ীদ আলমগীর/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।