মেহেরপুরে বজ্রপাত প্রতিরোধে দুই হাজার তালবীজ বপন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৫:০০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২

বজ্রপাত প্রতিরোধে মেহেরপুরের মুজিবনগরে দুই হাজার তালবীজ বপন করেছে বাগোয়ান ইউনিয়ন পরিষদ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বাগোয়ান ইউনিয়নের মীরচড়া মাঠের ফরিদপুর পাড়া থেকে ভারতের সীমান্ত পর্যন্ত এই বীজ বপন করা হয়।

বীজ বপনের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, ওয়ার্ড সদস্য সানোয়ার হোসেনসহ ইউপি সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

এ সময় ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন বলেন, প্রতিবছর বজ্রপাতে মাঠে কাজ করার সময় অনেক কৃষক নিহত হন। বজ্রপাত থেকে বাঁচাতে প্রতিটি মাঠে বজ্রনিরোধক কৃষক ছাউনি তৈরি করা হচ্ছে। পাশাপাশি মাঠগুলোতে প্রচুর পরিমাণ তালের বীজ বপন করা হচ্ছে। এতে কৃষকরা বজ্রপাতের হাত থেকে রক্ষা পাবেন।

এ সময় এলাকার কৃষক, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মোনাজাত শেষে মিষ্টি বিতরণ করা হয়।

আসিফ ইকবাল/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।