গাজীপুরে বেলুন বিস্ফোরণের ঘটনা তদন্তে কমিটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০১:২০ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২২

গাজীপুরে বেলুন বিস্ফোরণে আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধের ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে জিএমপির ডিসি (অপরাধ-উত্তর) আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমানকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে জিএমপির এডিসি (উত্তর) রেজনোয়ান আহমেদ, এসি (প্রসিকিউশন ফাহিম আশজাদ ও মেট্রো সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামকে সদস্য করা হয়েছে।

জিএমপির সহকারী কমিশনার (ডিবি-মিডিয়া) আবু সায়েম নয়ন জানান, এ কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিবেন।

এর আগে শুক্রবার বিকেলে জেলা পুলিশ লাইনস মাঠে (জিএমপি) চার বছর পূর্তির অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনি, মোশাররফ হোসেন, জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন দগ্ধ হন। রনি ছাড়া বাকিরা পুলিশের কনস্টেবল।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।