নবীগঞ্জে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২২
প্রতীকী ছবি

হবিগঞ্জের নবীগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচির ডাক দেওয়ায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত নবীগঞ্জ পৌরসভার নতুন বাজার (গাজীরটেক) ও গোল্ডেন প্লাজা মার্কেট এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।

দলীয় সূত্র জানায়, শুক্রবার বিকেল ৩টায় জ্বালানি তেল, পরিবহন ভাড়া বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিএনপির দুই কর্মী নিহতের ঘটনার প্রতিবাদে বিক্ষোভের ডাক দেয় পৌর বিএনপি। এদিকে একই স্থানে সমাবেশের ডাক দেয় নবীগঞ্জ পৌর আওয়ামী লীগ। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে।

নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোজাহিদ আলম বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে শুক্রবার বিকেল ৩টায় নতুন বাজার মোড়ে নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভের আহ্বান করা হয়।

নবীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল আলীম ইয়াছিন বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আহ্বান করা হয়। আমাদের এ কর্মসূচির তারিখ এক মাস আগে নির্ধারণ করা হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, বিএনপি-আওয়ামী লীগের কর্মসূচির বিষয়টি অবগত হয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহিউদ্দিন বলেন, শুক্রবার বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।