ভোলায় ফেরি থেকে পরে লস্কর নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০২:১৭ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২২

ভোলার তেতুলিয়া নদীতে পড়ে আমিনুল ইসলাম (২৬) নামে ফেরির এক লস্কর নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের তেতুলিয়া নদীতে ভোলা-বরিশাল রুটের কৃষ্ণচূড়া নামের ফেরি থেকে পড়ে তিনি নিখোঁজ হন। তিনি বরিশাল জেলার বাখেরগঞ্জ থানার শ্যামনগর গ্রামের বাসিন্দা।

বিআইডব্লিউটিসির ঘাট ইনচার্জ মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জাগো নিউজকে জানান, কৃষ্ণচূড়া নামের ফেরিটি ভোলার ভেদুরিয়া ঘাট থেকে বরিশাল লাহারহাট ঘাটের দিকে যাচ্ছিল। পথে ভেদুরিয়া এলাকার তেতুলিয়া নদীতে একটি মৃত ইলিশ মাছ ভেসে উঠতে দেখে ফেরির লস্কর ওই মাছটি উঠাতে গিয়ে ওই ব্যক্তি নদীতে পড়ে যান।

কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশকে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকাজ চলছে। এখনো নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।

জুয়েল সাহা বিকাশ/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।