নোয়াখালীতে নির্মাণাধীন ভবনে জুয়ার আসর, গ্রেফতার ৭

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১২:২৭ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২২
নোয়াখালী থেকে গ্রেফতার সাত জোয়াড়ি

নোয়াখালীর সদর উপজেলায় নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে সাত পেশাদার জুয়াড়িকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নোয়াখালী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মৌজা গ্রামের ঠক্কর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ ছয় হাজার ৩০০ টাকা জব্দ করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- নোয়াখালী মৌজা গ্রামের আবুল হাশেমের ছেলে আবদুল জলিল (৪২), মৃত এমলাক হোসেনের ছেলে আলমগীর হোসেন (৪০), মো. খোকনের ছেলে আবদুর রশিদ (৩০), মৃত সফি উল্যাহর ছেলে সুমন (৩৫), মৃত মফিজ উল্যাহর ছেলে আবদুল করিম (৫০), আবদুলাহপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. মামুন (৩৫) ও তিরানব্বই শল্যা গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে মো. তাজুল ইসলাম (৩০)।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে জাগো নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দীর্ঘদিন থেকে ওই এলাকায় জুয়ার আসর বসার অভিযোগ পাওয়া যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ডিবির এসআই মো. সাঈদ মিয়া ও মো. আসাদুজ্জামান অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।

গ্রেফতারদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরের পর তাদের আদালতে তোলা হবে।

ইকবাল হোসেন মজনু/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।