রাতে সন্তান প্রসব, সকালে এসএসসি পরীক্ষা দিলো হাসিনা আক্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২২

পিরোজপুরের নাজিরপুরে রাতে জন্ম নেওয়া শিশুসন্তান বাড়িতে রেখে সকালে কেন্দ্রে গিয়ে এসএসসি পরীক্ষা দিয়েছে হাসিনা আক্তার (১৬) নামের এক ছাত্রী। সে উপজেলার দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেয় ওই কিশোরী।

হাসিনা আক্তার উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামের মো. রায়হান ফকিরের স্ত্রী এবং জেলার সদর উপজেলার দুর্গাপুর গ্রামের হালিম হোসেন হাওলাদারের মেয়ে।

দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতুল কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাসিনা আক্তারের মা সাজেদা বেগম জানান, এক বছর আগে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামের চাঁন মিয়া ফকিরের ছেলে মো. রায়হান ফকিরের সঙ্গে হাসিনা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে তিনি একটি পুত্রসন্তান জন্ম দেন। তার নাম রাখা হয়েছে ‘জায়ান’। শিশুসন্তানকে বাড়িতে রেখে প্রথম দিনের এসএসসি পরীক্ষা দেন হাসিনা আক্তার।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।