জোয়ারে হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২২
ফাইল ছবি

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ অবস্থায় উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।

হাতিয়া কোস্টগার্ডের (এক্স), বিএন স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট মোহাম্মদ হাসান মেহেদী সতর্কতা সংকেতের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মেঘনায় অতিরিক্ত জোয়ারে হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সতর্কতা হিসেবে ৩ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। মাইকিং করে নদীতে মাছ ধরার ট্রলারগুলোকে সাবধানে থাকতে বলা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।