চায়ের দোকান থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০২:৩৬ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২২
মরদেহ দেখতে উৎসুক জনতার ভিড়

পাবনার চাটমোহর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে হাফিজুর রহমান (২৬) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে খুন করেছেন এক যুবক।

রোববার (১১ সেপ্টেম্বর) সাড়ে ৯টার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের হান্ডিয়াল স্লুইচগেট এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর অভিযুক্ত রমজান আলী ফকিরকে (৩৮) আটকের পর পুলিশে দিয়েছেন এলাকাবাসী। তার বাড়ি বাঘলবাড়ি গ্রামে। নিহত হাফিজ ওই ইউনিয়নের হাসুপুর গ্রামের ইউসুফ উদ্দিনের ছেলে। তিনি খৈল-ভুসির ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, ঘটনার সময় ব্যবসায়ী হাফিজ স্থানীয় স্লুইচ গেটের পাশের চায়ের দোকানে চা পান করতে গিয়েছিলেন। এ সময় রমজান আলী তাকে ডেকে স্লুইচগেটের পাশে নিয়ে হঠাৎ পেটে ছুরিকাঘাত করেন এবং তাকে ধাক্কা দিয়ে পাশের নদীতে ফেলে দেন। গুরুতর আহত হাফিজের চিৎকারে লোকজন এগিয়ে আসেন। রমজান আলী দৌড়ে পালানোর সময় বাঘলবাড়ি এলাকার বাসিন্দারা তাকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ খবর পেয়ে অভিযুক্তকে আটক করে। এদিকে হাফিজকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।

সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন জাগো নিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার অভিযুক্তকে আটক করেছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তাদের প্রাথমিক ধারণা। তিনি জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন‘ন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য (বেলা দেড়টা) পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আটক ব্যক্তি পুলিশ হেফাজতে রয়েছেন। তাকে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে পাঠানো হবে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

আমিন ইসলাম জুয়েল/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।