পঞ্চগড়ে কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২২

পঞ্চগড়ের বোদায় ১৬ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার বড়শশী ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে ধীরেন্দ্রনাথ রায়ের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে স্থানীয় তিন শিশু মাঝাপাড়া গ্রামে রেজাউল করিমের বাড়ির সামনের একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তাদের পায়ে পাথরের বড় কিছু লাগলে তারা সেটি দেখার জন্য পুকুর থেকে ওপরে তোলে। বিষয়টি না বুঝে সনাতন ধর্মের জিনিস ভেবে পূজার জন্য ধীরেন্দ্রনাথকে দিয়ে দিলে তিনি বাড়ি নিয়ে যার। এদিকে, খবর পেয়ে বোদা থানা পুলিশ সন্ধ্যার দিকে ধীরেন্দ্রনাথের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, কষ্টিপাথরের মতো দেখতে পাথরটির ওজন প্রায় ১৬ কেজি। এটি কী কষ্টিপাথর, নাকি অন্যকিছু তা পরীক্ষা ছাড়া বলা যাবে না। আইনি প্রক্রিয়া শেষে বস্তুটি প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

সফিকুল আলম/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।