রাজশাহীতে কাকের মৃত্যুর রহস্য জানতে আলামত সংগ্রহ


প্রকাশিত: ০৪:১০ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

অজ্ঞাত রোগে কাকের মৃত্যুর রহস্য জানতে বিশেষজ্ঞ দল রাজশাহীতে এসে আলামত সংগ্রহ করেছেন। শুক্রবার বিকেলে ঢাকা থেকে রাজশাহীতে এসেছিল বেসরকারি এনজিও আরসিডিডিআরবির একটি বিশেষজ্ঞ দল।

এসময় তারা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল এলাকা থেকে মৃত কাকের আলামত সংগ্রহ করে। ওই দলের নেতৃত্বে ছিলেন এনজিওটির পরিচালক রাজিব আহমেদ।

পরে শনিবার সকালে তারা রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। তবে কাকের মৃত্যুর ব্যাপারে কোনো কারণ জানাতে পারেনি ওই বিশেষজ্ঞ দলটির সদস্যরা।

Crow-Death-News
এ ব্যাপারে এনজিওটির পরিচালক রাজিব আহমেদ জানান, মৃত কাক সংগ্রহ ও জীবিত কাকের রক্ত পরীক্ষা নিরীক্ষার জন্য আলামত সংগ্রহ করা হয়েছে। আলামতগুলো ঢাকায় ল্যাবে পরীক্ষা করা হবে। পরীক্ষার পর কাকগুলোর মৃত্যু কোনো ভাইরাস জনিত কারণে হয়েছে কি না তা জানা যাবে। তারপরে এ সমাধান বের করা হবে।

এসময় তিনি জানান, বাংলাদেশে পরীক্ষা করে কোনো ফলাফল না পাওয়া গেলে এসব আলামত বাইরের দেশে পাঠানো হবে। তারপর ফলাফল পাওয়া গেলে জানা যাবে কাকের মৃত্যুর রহস্য। এই ভাইরাস মানুষের বা অন্য প্রাণির দেহে সংক্রামন হতে পারে কি না। যদি কাকের মতো এই ভাইরাস অন্য প্রাণি বা মানুষের শরীরে আক্রমণ করে তাহলে এর দ্রুত ব্যবস্থা নিতে হবে বলে জানান তিনি।  

এর আগে রাজশাহী মহানগরীর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চত্ত্বরে অজ্ঞাতরোগে আক্রান্ত হয়ে প্রায় শতাধিক কাকের মৃত্যু হয়।  

শাহরিয়ার অনতু/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।