পঞ্চগড়ে অটোরিকশার ধাক্কায় প্রতিবন্ধী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০২:২৫ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

পঞ্চগড়ের আটোয়ারীতে অটোরিকশার ধাক্কায় মো. মকলেছ (২৫) নামে এক প্রতিবন্ধী নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার তোড়েয়া ইউনিয়নের বারঘাটি তোড়েয়ামনি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুপুরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মকলেছ ওই উপজেলার ধামোর ইউনিয়নের সাবদিগজ এলাকার পশিরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মকলেছ একটি অটোরিকশায় বাড়ি থেকে আটোয়ারী উপজেলা সদরে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে আসা আরেকটি অটোরিকশার ধাক্কায় মকলেছ পড়ে যায়। প্রথমে তাকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 
আটোয়ারী থানা পুলিশের ওসি শাহ আলম প্রতিবন্ধী ওই যুবকের মারা যাওয়ার খবর নিশ্চিত করেছেন।

সফিকুল আলম/এফএ/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।