সম্পত্তি না দেওয়ায় বাবাকে কুপিয়ে হত্যা মেয়ের
৭০ বছরের বৃদ্ধ আবুল কাশেম। এক ছেলে ও ছয় মেয়ের জনক। তার কিছু সম্পত্তি রয়েছে। সেখান থেকে এক মেয়েকে কিছু সম্পত্তি রেজিস্ট্রি করে দেন তিনি। আর এতেই ক্ষিপ্ত হয়ে যান আরেক মেয়ে। তিনি বাবাকে কুড়াল দিয়ে কোপান। এতে মারা যান আবুল কাশেম।
স্থানীয়দের বরাত দিয়ে এ কথা জানিয়েছে পুলিশ। বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটের তুলাতলি গ্রামে ঘটনাটি ঘটে।
এদিকে ঘটনার পর অভিযুক্ত জেসমিন আক্তারকে (৩২) আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। তিনি নিহতের তৃতীয় মেয়ে। এছাড়া ঘটনাস্থল থেকে কুড়াল উদ্ধার করেছে পুলিশ।
জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসাইন।
তিনি বলেন, বুধবার দুপুরে এক মেয়েকে কিছু সম্পত্তি রেজিস্ট্রি করে দেন আবুল কাশেম। খবর পেয়ে জেসমিন আক্তার বাড়ি এসে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এসময় বাবা-মেয়ের মাঝে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বাবাকে কুড়াল দিয়ে কোপান জেসমিন। এতে ঘটনাস্থলেই আবুল কাশেম মারা যান।
এসআই জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৯টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
জাহিদ পাটোয়ারী/জেডএইচ/