বেনাপোল সীমান্তে ১০ স্বর্ণের বারসহ দুই যুবক আটক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৬:১২ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২২

যশোরের পুটখালি সীমান্ত এলাকা থেকে এক কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণেরবারসহ দুজনকে আটক করেছে বিজিবি। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সীমান্তের ইছাপুর খালপাড় জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- হাবিবুর রহমান (২৯) ও আক্তারুল ইসলাম (২৫)। হাবিবুর রহমান বেনাপোল পোর্ট থানার খলশি গ্রামের রমজান আলীর ও আক্তারুল ইসলাম একই গ্রামের আবু বক্করের ছেলে।

বিজ্ঞাপন

খুলনার ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে এমন খবরের ভিত্তিতে বুধবার দুপুরে বিজিবি সদস্যরা ইছাপুর খালপাড় জামে মসজিদের পাশে অবস্থান নেত। পরে তাদের তল্লাশি করে এক কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৮৬ লাখ ২০ হাজার টাকা।

মো. জামাল হোসেন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।