মাদক বিক্রেতার কামড়ে পুলিশের এসআই আহত
বরিশালের আগৈলঝাড়ায় এক মাদক বিক্রেতার কামড়ে আলী হোসেন নামের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। এ সময় ওই মাদক বিক্রেতার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অভিযুক্ত মাদক বিক্রেতার নাম তাইমুন মোল্লা। এ ঘটনায় মামলার পর বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
তাইমুন মোল্লা উপজেলার গৈলা ইউনিয়নের সুজনকাঠী গ্রামের আজিজুল মোল্লার ছেলে।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, সুজনকাঠী গ্রামের কার্তিকের ব্রিজ এলাকায় মাদক বেচাকেনা চলছে—এমন সংবাদ পেয়ে এসআই নুর আলম ও আলী হোসেনসহ পুলিশের একটি দল মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে সেখানে অভিযান চালায়। এ সময় তাইমুন মোল্লাকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে হাতকড়া পরাতে গেলে তাইমুন মোল্লা এসআই আলী হোসেনের বাম হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে অন্য পুলিশ সদস্যরা তাকে ধরে ফেলেন।
এ ঘটনায় বুধবার সকালে এসআই নুর আলম বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পরে দুপুরে ওই মামলায় তাইমুন মোল্লাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আহত এসআই আলী হোসেন প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পরিদর্শক মাজহারুল ইসলাম আরও বলেন, তাইমুন মোল্লা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে আগেও মাদকসহ গ্রেফতার করা হয়েছিল। সেই মামলায় জামিনে বেরিয়ে পুনরায় মাদক ব্যবসা শুরু করেন।
সাইফ আমীন/এসআর/এএসএম