মাকে কুপিয়ে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৪:১১ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২২

কিশোরগঞ্জের বাজিতপুরে মাকে হত্যার দায়ে নাঈম ওরফে সাদ্দাম হোসেন (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে কিশোরগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ সাইদুর রহমান এ রায় ঘোষণা করেন।

কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের ভারপ্রাপ্ত পিপি আবু সাঈদ ইমাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১ অক্টোবর বাজিতপুর উপজেলার গাজীরচর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী রেহেনা খাতুনের সঙ্গে তার ছেলে সাদ্দাম হোসেনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাদ্দাম উত্তেজিত হয়ে মাকে গলা কেটে হত্যা করেন।

এ ঘটনায় সাদ্দামের বাবা বাদী হয়ে বাজিতপুর থানায় একটি মামলা করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। ২০১৮ সালের ১৯ ডিসেম্বর তদন্ত শেষে উপ-পরিদর্শক (এসআই) শামসুল করিম তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ শুনানি ও যুক্তিতর্ক শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

নূর মোহাম্মদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।