পাঠদান বন্ধ রেখে বিদ্যালয়ে সালিশ বৈঠক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০১:২৯ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২২
পাঠদান বন্ধ রেখে অফিস কক্ষে চলে সালিশ বৈঠক

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ক্লাস বন্ধ রেখে বিদ্যালয়ের অফিস কক্ষে সালিশ বৈঠকের খবর পাওয়া গেছে। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার দেলুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এ সালিশ বৈঠক হয়। তবে কি নিয়ে সালিশ হয় তা জানা যায়নি।

সকাল ১০টায় বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শ্রেণি কক্ষে শিক্ষক নেই। জনপ্রতিনিধি ও স্থানীয় মাতব্বরদের সঙ্গে অফিস কক্ষে বসে সালিশ বৈঠকের কার্যক্রম পরিচালনা করছেন তারা। আর ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে মাঠ ও আশপাশের এলাকায় ঘুরে বেড়াচ্ছে। দুপুর সাড়ে ১২টার দিকে বৈঠক শেষ হলেও ক্লাস নিতে দেখা যায়নি।

বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানায়, সকাল ৯টা থেকে তাদের ক্লাস শুরু হওয়ার কথা। কিন্তু দুপুর ১ টায়ও কোনো শিক্ষক ক্লাসে আসেননি। সকালে থেকে অফিস কক্ষে বিচার বসে। একটা ক্লাসও হয়নি। তাই তারা বিদ্যালয়ের মাঠে ও আশপাশে খেলাধুলা করছে।

পাঠদান বন্ধ রেখে বিদ্যালয়ে সালিশ বৈঠক

পাঠদান বন্ধ রেখে অফিস কক্ষে সালিশ বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার শীল কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশেদুল ইসলাম জাগো নিউজকে বলেন, কোনো বিদ্যালয়ের ক্লাস পরিহার করে সালিশ বৈঠক পরিচালনা করা আইন পরিপন্থি কাজ। এ ধরনের কাজ যদি কোনো বিদ্যালয়ে হয়ে থাকে তাহলে প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।