লাউয়ের ভেতরে ফেনসিডিল
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় লাউয়ের ভেতরে অভিনব কায়দায় ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় মাদক ব্যবসায়ী দুলাল মন্ডলকে (৪৫) আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে গোবিন্দগঞ্জ থানার সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক দুলাল মন্ডল জয়পুরাহটের পাঁচবিবি উপজেলার গোপালপুর (আটাপাড়া) গ্রামের মৃত বাহার আলীর ছেলে।
গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, লাউয়ের ভেতর ফেনসিডিল নিয়ে হিলি সীমান্ত থেকে তৃপ্তি এন্টারপ্রাইজের বাসযোগে দুলাল মন্ডল ঢাকা যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে থানা গেটে বাসটি তল্লাশি চালিয়ে লাউয়ের ভেতর আট পিস ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
ওসি আরো জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুলালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অমিত দাশ/এআরএ/এবিএস