চলন্ত বাসের ছাদ থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
সাভারের আশুলিয়ায় চলন্ত বাসের ছাদ থেকে পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মারা গেছেন। শনিবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাসের ছাদের উপরে থাকা কাঠের টেবিল ধরে যাচ্ছিলেন ওই ব্যক্তি। হঠাৎ নিজে নিয়ন্ত্রণ হারিয়ে টেবিল ছেড়ে দিলে বাসের ছাদের উপর থেকে মহাসড়কের উপর পড়ে যান।
এসময় পেছনে থাকা অপর একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আশুলিয়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টাও চালানো হচ্ছে বলে জানান তিনি।
আল-মামুন/এসএইচএস/আরআইপি